ঢাকার হাজারীবাগের ঝাউ চড়ের একটি টিনশেড বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
শুক্রবার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আগুন নিয়ন্ত্রণে আছে। এখনও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।”