Tuesday, July 08, 2025

সেকশন

English
Dhaka Tribune

রুমায় ঘুরতে যাওয়া যাবে না 

ঠিক কতদিন এ ভ্রমণ নিষেধাজ্ঞা থাকবে, তা জানায়নি উপজেলা প্রশাসন

আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ০৪:০৪ পিএম

বান্দরবানের রুমা উপজেলায় সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে চলছে যৌথবাহিনীর অভিযান। এ অভিযানের মধ্যে সেখানে ঘুরতে যেতে পর্যটকদের নিরুৎসহিত করা হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার মো. দিদারুল আলম (রুটিন দায়িত্ব) এ কথা জানিয়েছেন। 

গত ৯ এপ্রিল তার সই করা এক নির্দেশনায় বলা হয়, যৌথবাহিনীর অভিযান চলাকালে উপজেলার কোনো হোটেলে রুম ভাড়া দেওয়া যাবে না। পথপ্রদর্শকরাও (গাইড) পর্যটকদের পর্যটনকেন্দ্রে নিয়ে যেতে পারবেন না। চালানো যাবে না পর্যটকবাহী গাড়ি কিংবা নৌযানও।

শুক্রবার ইউএনও (রুটিন দায়িত্ব) মো. দিদারুল আলম ঢাকা ট্রিবিউনকে বলেন, “জেলা আইনশৃঙ্খলা রক্ষা ও সমন্বয় সংক্রান্ত কোর কমিটির সিদ্ধান্তের আলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।” 

অভিযান কতদিন চলবে, সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি এই নির্দেশনায়।

গত ২ এপ্রিল সশস্ত্র সংগঠন কেএনএফ সদস্যরা সোনালী ব্যাংকে নিয়োজিত পুলিশ ও ব্যারাকে থাকা আনসার সদস্যদের ১৪ টি অস্ত্র ও গুলি লুট করে নিয়ে যায়। ডাকাতির সময় ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে কেএনএফ। 

পরদিন (৩ এপ্রিল) দিনে-দুপুরে থানচিতে কৃষি ও সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। লুট করা হয় নগদ অর্থ। এ ঘটনায় রুমা ও থানচি থানায় নয়টি মামলা করা হয়। অভিযানে যৌথবাহিনী বাহিনী এ পর্যন্ত ৫৮ জনকে গ্রেপ্তার করেছে। তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত। 

   
Banner

About

Popular Links

x