ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতালে লাগা আগুন প্রায় এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর ১ টা ৪৭ মিনিটে হাসপাতালের পঞ্চম তলায় কার্ডিয়াক বিভাগে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে সেই আগুন নির্বাপণ করে।
এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হাসপাতালজুড়ে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। ছুটোছুটি করে সবাই নিচে নেমে আসেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুর ২টা ৩৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন নির্বাপণে কাজ করেছে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট। এর সঙ্গে সিদ্দিক বাজার এবং তেজগাঁও থেকে আরও দুটো ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম জানান, “বি” ব্লকের পাঁচ তলায় আগুন লেগেছিল। তবে এখন নিয়ন্ত্রণে আছে। “বি” ব্লকের প্রতিটি তলায় আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) আছে। যেখানে আগুন লেগেছে সেখানেও আইসিইউ ছিল।
মোহাম্মদপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ফখরুদ্দীন জানান, ১টা ৫৫ মিনিটে হাসপাতালে পৌঁছে তারা দেখেন, কার্ডিয়াক বিভাগের আইসিইউ ইউনিটে এসিসহ বেশ কিছু ইকুইপমেন্টের আগুন জ্বলছে। তারা প্রথমে সেখান থেকে রোগী ও লোকজনকে বের করেন। পরে আগুন নির্বাপণ শুরু করেন।
আগুনের সূত্রপাতের ব্যাপারে তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করছি আইসিইউয়ের একটি এসি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এরপরেও আমরা তদন্ত করব।”