Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি

নতুন এই তিন জনের নিয়োগ হওয়ায় আপিল বিভাগের বিচারপতির সংখ্যা দাঁড়াল আটজনে

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০৩:৪৮ পিএম

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনজন বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। তারা হলেন, বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।

বুধবার (২৪ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

বর্তমানে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে পাঁচজন বিচারপতি রয়েছেন। নতুন এই তিনজনের নিয়োগ হওয়ায় আপিল বিভাগের বিচারপতির সংখ্যা দাঁড়ালো আটজনে।

আপিল বিভাগে সদ্য নিয়োগপ্রাপ্ত তিন বিচারপতিকে আগামী ২৫ এপ্রিল সকাল ১০টা ৩০ মিনিটে শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

About

Popular Links