Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

পরিবারের তিন সদস্যই প্রতিবন্ধী, ভাতা পান না কেউই

প্রতিবন্ধীদের বাবা বুদ্দু মিয়া জানান, ‘আমার নিজের বাড়ি নাই। শ্বশুর বাড়ি থাহি। আমার ছয় বাচ্চা, আল্লাহ তিনজনেরে প্রতিবন্ধী বানাই দিছে’

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৪৪ পিএম

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় একই পরিবারে প্রতিবন্ধী তিন সন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন দিনমজুর বুদ্ধু মিয়া ও চেইন বানু। এই পরিবারের ছয় সন্তানের তিন সন্তানই শারীরিক প্রতিবন্ধী হয়ে জন্ম গ্রহন করেছে। জন্মগ্রহনের পর থেকেই তাদের ভরনপোষণ নিয়ে কষ্ট করছে পরিবারটি। প্রথম তিন সন্তান সুস্থ্ ও স্বাভাবিক হয়ে জন্মগ্রহন করলেও পরের তিন সন্তানই শারীরিক প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহন করে। শারীরিক প্রতিবন্ধীর পাশাপাশি তারা বাক-প্রতিবন্ধীও। প্রতিবন্ধী এই তিন সন্তান নিয়ে দুর্বিষহ জীবন-যাপন করলেও সরকারি কোন সাহায্য সহযোগিতা এখন পর্যন্ত পায়নি পরিবারটি। 

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সহবতপুর ইউনিয়নের বাটরা গ্রামের বুদ্দু মিয়ার (৬৫) ও চেইন বানুর ৬ সন্তানের মধ্যে দুই বোন ও এক ভাই শাররীক ও বুদ্ধি প্রতিবন্ধী । গুনজান (২০), ফতে (১৮) ও মেরাজ (১০) তারা কেউই প্রতিবন্ধী ভাতা পান না। বুদ্দু মিয়া বর্গা চাষী ও দিনমজুর। প্রতিবন্ধী এই তিন সন্তানের দেখভাল করছেন মা চেইন বানু। 

প্রতিবন্ধীদের মা চেইন বানু বলেন, “বড় অওয়ার লগে লগে তারা বেশি সময় অসুখ থাহে। তাদের ওষুধ ও খাওনের জোগান ঠিক মত দিতে পারি না। তাদের বাবা মানুষের বাড়িতে কাম করে। কাম থিকা যা পায় তা দিয়া কোন রকম ডাল ভাত খাইয়া জীবন চালাই। ওষুধ কিনমু কেমনে।” 

প্রতিবন্ধীদের বাবা বুদ্দু মিয়া জানান, “আমার নিজের বাড়ি নাই। শ্বশুড় বাড়ি থাহি। আমার ছয় বাচ্চা, আল্লাহ তিনজনেরে প্রতিবন্ধী বানাই দিছে। বড় ছেলে কাজ কাম করে, হে বিয়া করছে। এরপর থিকা আলাদা খায়। আমি এই তিন জন প্রতিবন্ধী লইয়া বিপদের মধ্যে আছি। তাগো ওষুদ (ঔষধ) কেনা, জামা কাপড় কেনা, খাওন এতকিছু আমি পারি না। আমি সাধারণ দিনমুজুর। হুনছি সরকার এগো লাইগা ট্যাহা দেয়। কই আমার প্রতিবন্ধী পোলাপাইনগো তো কিছু দিলো না।”

সহবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল মোল্লা বলেন, “পরিবারটির দুই জন প্রতিবন্ধীর নাম তালিকায় দেওয়া আছে। তারা কিছু দিনের মধ্যে ভাতা কার্ড পেয়ে যাবে। বিষয়টি আমি আগে থেকেই জানলেও প্রতিবন্ধী কার্ড কম থাকায় গত বছর তাদেরকে দেওয়া সম্ভব হয়নি।”

এ ব্যাপারে উপজেলা সমাজ সেবা অফিসার সৌরভ তালুকদার বলেন, “আমি স্থানীয় চেয়ারম্যানের সাথে কথা বলেছি তিনি বলেছেন, আগামী বছর একটা ভাতার ব্যবস্থা করে দিবেন। আমাদের কাছে যদি আগে আসতো তাহলে গতবারই একটা ভাতার কার্ড করে দিতাম।” 


   

About

Popular Links

x