Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের মৃত্যু 

কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কে ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ১১:৪৮ এএম

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শরিফুল ইসলাম শরিফ (৩৬) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমার সংবাদ পত্রিকার মিরপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

শুক্রবার (২৬ এপ্রিল) ভোর ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে বৃহস্পতিবার দুপুরে পেশাগত দায়িত্বপালন শেষে কুষ্টিয়া থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে তাঁতিবন্ধ এলাকায় কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কে ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আহত হন তিনি। 

শরিফের বাড়ি মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের গেটপাড়া গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুর্ঘটনায় আহত শরিফুলকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ জানান, সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শরিফুল ইসলাম শরিফের মৃত্যু হয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

About

Popular Links