Friday, June 14, 2024

সেকশন

English
Dhaka Tribune

দেশে রেকর্ড ১৬,৪৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

গ্রীষ্মকালে স্বাভাবিক বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ বজায় রাখার সর্বোচ্চ প্রচেষ্টার কারণেই এই নতুন রেকর্ড

আপডেট : ০১ মে ২০২৪, ১২:৩৮ পিএম

দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে মঙ্গলবার রাত ৯টায়। এ সময় ১৬,৪৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

মঙ্গলবার রাত ৯টায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এ তথ্য নিশ্চিত করে।

এর আগে, সর্বোচ্চ ১৬,২৩৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল গত ২২ এপ্রিল রাত ৯টায়।

তবে রেকর্ড উৎপাদনেও অন্তত ৫০০ মেগাওয়াট লোডশডিং করতে হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

বিপিডিবি জানায়, গ্রীষ্মকালে স্বাভাবিক বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ বজায় রাখার সর্বোচ্চ প্রচেষ্টার কারণেই এই নতুন উৎপাদন রেকর্ড।

About

Popular Links