Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

মোবাইল ফোন কানে পার হচ্ছিলেন রেললাইন, ট্রেনের ধাক্কায় গেল প্রাণ

খিলগাঁও রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে

আপডেট : ০২ মে ২০২৪, ০৭:৪১ পিএম

রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় রেললাইন পার হওয়ার সময় চলন্ত ট্রেনে কাটা পড়ে হুমায়ুন কবির (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (১ মে) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে (কমলাপুর-জিআরপি) থানার উপপরিদর্শক (এসআই) রহিমা আক্তার ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, ওই ব্যক্তি মোবাইল ফোন কানে নিয়ে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই নিহত হন। খিলগাঁও রেলগেট থেকে আনুমানিক ২০০ গজ দূরে এ ঘটনা ঘটে।

এসআই রহিমা বলেন, “খবর পেয়ে জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে। অজ্ঞাতনামা হিসেবে লাশ উদ্ধার করা হয়েছিল। পরে আঙুলের ছাপ নিয়ে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়।”

তার বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইসলামাবাদ গ্রামে। বাবার নাম আউয়াল মিয়া। ময়নাতদন্তের জন্য হুমায়ুন কবিরের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

   

About

Popular Links

x