তীব্র দাবদাহে যশোর-নড়াইল মহাসড়কের বিটুমিন (পিচ) গলে যাওয়ার ঘটনা তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২ মে) দুপুরে ওই মহাসড়কের বিভিন্ন অংশ পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন দুদক কর্মকর্তারা। এ সময় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গেল কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে চলেছে তীব্র তাপপ্রবাহ। এর মধ্যে যশোরে সর্বোচ্চ ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দুই সপ্তাহ আগে প্রচণ্ড তাপে ওই মহাসড়কের বিটুমিন গলতে শুরু করে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে তোলপাড় শুরু হয়।
বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন। তারই ধারাবাহিকতায় গলা পিচ পরীক্ষার পাশাপাশি রাস্তা পরীক্ষা করে দেখেন দুদক কর্মকর্তারা।
এ সময় দুদক সমন্বিত জেলা কার্যালয় যশোরের উপপরিচালক আল আমিন, সহকারী পরিচালক চিরঞ্জন নিয়োগী, সহকারী পরিদর্শক সাফিউল্লাহসহ সড়ক বিভাগের দুজন সহকারী প্রকৌশলী উপস্থিত ছিলেন। তারা দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেবেন বলে জানিয়েছেন।
দুদকের উপপরিচালক আল আমিন জানান, তারা কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশে যশোর-নড়াইল সড়কের বিভিন্ন পয়েন্টে গলা পিচ পরীক্ষা করেছেন। বিভিন্ন তথ্য–উপাত্ত লিপিবদ্ধ করে তারা প্রধান কার্যালয়ে পাঠাবেন। তদন্তের স্বার্থে এখনই বেশি কিছু বলতে পারছেন না।