Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

গাজীপুরে দুর্ঘটনা: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

মুখোমুখি সংঘর্ষে দুই ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছিল

আপডেট : ০৩ মে ২০২৪, ০৪:৪০ পিএম

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনের দক্ষিণে আউটার সিগন্যালে (কাজীবাড়ি) টাঙ্গাইল কমিউটার ও মালবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনার প্রায় আড়াই ঘণ্টা পর ওই রুটে রেল যোগাযোগ চালু হয়েছে।

শুক্রবার (৩ মে) দুপুর সোয়া ১টায় ওই রুটের একটি লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয় বলে জানিয়েছেন জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ মিয়া।

তিনি জানান, অন্য লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য কাজ চলছে।

স্টেশন মাস্টার জানান, সকাল ১০টা ৫০ মিনিটের দিকে জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের কাজীবাড়ী এলাকায় মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মালবাহী ট্রেনের পাঁচটি এবং যাত্রীবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়।

মালবাহী ট্রেনটিতে তেল বহন করা হচ্ছিল। ট্রেনটির সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর থেকে ঢাকা-রাজশাহী ও ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে।

স্টেশন মাস্টার হানিফ মিয়া বলেন, “দুপুর ১ টা ১৫ মিনিটে ডাবল লাইনের ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। সিরাজগঞ্জ এক্সপ্রেস জয়দেবপুর স্টেশন হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। কিছু সময় পরই একতা এক্সপ্রেস ঢাকা থেকে জয়দেবপুর স্টেশন হয়ে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে গেছে।”

About

Popular Links