Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

চলন্ত ট্রাকে চালকের মৃত্যু, নিয়ন্ত্রণ হারিয়ে কয়েক গাড়িতে ধাক্কা

সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যানঘাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে

আপডেট : ০৪ মে ২০২৪, ১০:৫৬ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রাকের ভেতরে চালকের মৃত্যু ঘটেছে। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে আশেপাশের কয়েকটি যানবাহনে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে ওই ট্রাকচালকের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ মে) দুপুর দুইটার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যানঘাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া ট্রাকচালকের নাম মো. আব্দুল মান্নান (৬০)। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার বাসিন্দা ছিলেন।

বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চলন্ত ট্রাকটির চালক হঠাৎ মারা যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি প্রথমে সামনে থাকা একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এরপর পাশে থাকা একটি প্রাইভেট কারের ওপর উঠে যায় ট্রাকটি। এ ঘটনায় প্রাইভেট কারে থাকা তিন শিক্ষার্থী আহত হন।

হাইওয়ে পুলিশ চালকের লাশ ও আহত যাত্রীদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

   

About

Popular Links

x