তীব্র তাপপ্রবাহের কারণে গত ২২ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য অনলাইনে ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। তবে তাপপ্রবাহ সহনশীল পর্যায়ে চলে আসায় বুধবার থেকে আবার সশরীরে ক্লাস শুরু হচ্ছে।
সোমবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশের ওপর দিয়ে চলমান তীব্র তাপদাহ (হিট ওয়েভ) সহনশীল পর্যায়ে আসায় আগামী ৮ মে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাগুলো যথারীতি সশরীরে অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এর আগে, গত ৫ মে থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও সশরীরে ক্লাস হয়েছে। তাপপ্রবাহের কারণে এই বিশ্ববিদ্যালয়টিতেও ২২ এপ্রিল থেকে অনলাইন ক্লাস শুরু হয়।