ঢাকার নয়াপল্টন এলাকায় ককটেল বিস্ফোরণে সানি (১৬) নামে এক কিশোর আহত হয়েছেন। তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
শনিবার (১১ মে) দুপুর পৌনে তিনটার দিকে এই ঘটনা ঘটে। আহত সানির গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার কোতোয়ালি থানার বদ্দারহাট এলাকায়।
বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার উপ-পরিদর্শক (এস আই) মো. আলী।
তিনি বলেন, “নয়াপল্টনে হোটেল মিডওয়ের পেছনে ককটেল বিস্ফোরণ হয়। এতে একজন আহত হন। ঢামেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানার চেষ্টা চলছে।”