ছুটিতে গ্রামের বাড়ি যাচ্ছিলেন আনসার সদস্য মো. আবু তালেব (৫৫)। যাত্রাপথে রাজধানীর নিউমার্কেট এলাকায় চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে অচেতন হয়ে পড়েন তিনি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে ৪টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আবু তালেব আনসার বাহিনীর প্লাটুন কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি পাবনার ভাঙ্গুরা উপজেলার চরপাড়া গ্রামে। তিনি এক ছেলে এক মেয়ের জনক ছিলেন।
ঢামেক হাসপাতালে কর্মরত আনসারের প্লাটুন কমান্ডার মো. মিজান বলেন, “আবু তালেব ছুটি নিয়ে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশে বের হয়েছিলেন। কিছুদূর যাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পরেন। স্থানীয় এক দোকানি তাকে চিনতে পেরে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। ধারণা করা হচ্ছে, তিনি গরমে স্ট্রোক করে মারা গেছেন।”