Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৫

আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে

আপডেট : ১৭ মে ২০২৪, ১০:৫৫ এএম

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় একটি বাস খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

শুক্রবার (১৭ মে) সকাল ৮টার দিকে চৌদ্দগ্রামের বসন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহত দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, কক্সবাজারের টেকনাফের বাসিন্দা মোহাম্মদ হোসেন (৩০) এবং চট্টগ্রামের বাশখালীর বাহারছড়া গ্রামের বাসিন্দা বদরুল হাসান রিয়াদ (২৬)। 

মিয়া বাজার হাইওয়ে থানার এসআই গিয়াস উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “রিল্যাক্স পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। পথে বসন্তপুর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

“আর আহত ১৫ জনকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।”

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সাব অফিসার বিপ্লব কুমার নাথ বলেন, “পুলিশ ও স্থানীয়দের সহায়তায় গাড়ির ভেতর থেকে পাঁচজনের লাশ উদ্ধার করেছি। আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আমাদের উদ্ধার অভিযান শেষ হয়েছে।”

   

About

Popular Links

x