Monday, June 17, 2024

সেকশন

English
Dhaka Tribune

বাসাবোতে দশতলা থেকে পড়ে প্রাণ গেল দুই শ্রমিকের

নির্মাণাধীন দশতলা ভবনের বাইরের দিকে কাজ করার সময় মাচা ভেঙে তিন শ্রমিক নিচে পড়ে যান

আপডেট : ১৭ মে ২০২৪, ০২:০৮ পিএম

ঢাকার বাসাবোয় নির্মাণাধীন ১০ তলা একটি ভবনের ওপর থেকে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়ে চিকিৎসাধীন অপর একজন।

শুক্রবার (১৭ মে) সকাল ১০টার দিকে বাসাবো মায়াকানন মসজিদের পেছনে এই ঘটনা ঘটে।

নিহত শ্রমিকদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, সকাল ১০টার দিকে একটি নির্মাণাধীন ১০তলা ভবনের বাইরের দিকে কাজ করার সময় মাচা ভেঙে তিন শ্রমিক নিচে পড়ে যান। আহত অবস্থায় স্থানীয় লোকজন তিনজনকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুই শ্রমিক মারা যান। গুরুতর আহত আরেক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা জানান, নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

About

Popular Links