দুই বছরের শিশু মোসাম্মদ মরিয়মকে (২) ঢাকার বাড্ডা এলাকা থেকে অপহরণ করে চাঁদপুরের ফরিদগঞ্জে নিয়ে যায় একটি চক্র। মুক্তিপণ হিসেবে শিশুটির বাবা-মায়ের কাছে ফোন করে টাকা চায় চক্রের মূলহোতা সুমাইয়া (৪৫)।
শনিবার (১৮ মে) বেলা ১১টার দিকে শিশুটিকে অপহরণ করা হয় বলে জানা গেছে।
বিষয়টি শিশুটির বাবা-মা পুলিশকে জানায়।
বাড্ডা থানার অফিসার ইনচার্জ মো. ইয়াসিন গাজী তাৎক্ষণিকভাবে বিষয়টি বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাজন কুমার সাহাকে জানান। সহকারী কমিশনারের দিকনির্দেশনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় উপপরিদর্শক সাইফুল ইসলাম ভূঁইয়া, শাহ আলম খলিফা, সহকারী উপপরিদর্শক রুহুল আমিন ও কনস্টেবল সাথী আক্তারের সমন্বয়ে একটি দল চাঁদপুরের ফরিদগঞ্জের উদ্দেশে রওনা দেয়।
ফরিদগঞ্জের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অভিযুক্ত সুমাইয়াকে গ্রেপ্তার ও শিশু মরিয়মকে উদ্ধার করে পুলিশ। শিশুটিকে ইতোমধ্যে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
বাড্ডা জোনের এসি রাজন কুমার সাহা বলেন, “পুলিশ এখন তথ্যপ্রযুক্তি ও আধুনিক প্রশিক্ষণে প্রশিক্ষিত। যেকোনো ধরনের অপরাধচক্রকে সমূলে উৎপাটনের জন্য আমরা সর্বদা প্রস্তুত।”