Monday, June 17, 2024

সেকশন

English
Dhaka Tribune

সুন্দরবনে ভাসমান অবস্থায় ১৪ ফুট লম্বা মৃত অজগর উদ্ধার

শাকবাড়িয়া নদীতে টহল দেওয়ার সময় মৃত অবস্থায় অজগরটিকে ভাসতে দেখা যায়

আপডেট : ২২ মে ২০২৪, ০২:০৮ পিএম

সুন্দরবনের শাকবাড়িয়া নদী থেকে ভাসমান অবস্থায় ১৪ ফুট লম্বা একটি মৃত অজগর উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালের দিকে মৃত অজগরটি উদ্ধার করা হয়। এরপর সেটি বন বিভাগের শাকবাড়িয়া টহল ফাঁড়িতে নিয়ে আসেন বনরক্ষীরা।

বনরক্ষীরা জানায়, শাকবাড়িয়া নদীতে টহল দেওয়ার সময় মৃত অবস্থায় অজগরটিকে ভাসতে দেখা যায়। পরে এটিকে উদ্ধার করে টহল ফাঁড়িতে এনে মাটি চাপা দেওয়া হয়।

শাকবাড়িয়া নদীর পাশে খুলনার কয়রা উপজেলার গড়িয়াবাড়ি গ্রামের বাসিন্দা আবদুল হামিদ জানান, ছয় দিন আগে সুন্দরবনে গিয়ে তিনিসহ কয়েকজন নদীর পাশে বনের বাইনতলা খালের পাড়ে একটি অজগর দেখতে পান। স্থানীয় অনেকেই সেটি দেখেছেন। মঙ্গলবার মৃত অজগরটি ভাসতে দেখা যায়।

গড়িয়াবাড়ি গ্রামের বাসিন্দা কওছার আলম বলেন, ‘‘বনের খালে অহরহ বিষ দিয়ে মাছ শিকার করে অসাধু জেলের দল। মনে হয় বিষে আক্রান্ত মাছ খেয়ে অজগরটি মারা গেছে। বিষ ছিটিয়ে মাছ ধরা বন্ধ না হলে কোনো প্রাণী আর জীবিত থাকবে না।’’

শাকবাড়িয়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ‘‘অজগরটি ১৪ ফুট লম্বা, শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত কারণে এটির স্বাভাবিক মৃত্যু হয়েছে।’’

About

Popular Links