Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

বাসে উঠে যাত্রীর গায়ে ‘বমি করে’ ছিনতাই করেন তারা

মুখের মধ্যে শরবত বা জুস রেখে লক্ষ্য করা ব্যক্তির পাশ দিয়ে বমির ভান করেন চক্রের সদস্যরা

আপডেট : ২৩ মে ২০২৪, ০৪:৫৩ পিএম

চট্টগ্রাম নগরীর বিভিন্ন রুটের বাসে যাত্রীবেশে উঠে ছিনতাই করেন “বমি পার্টি”-র সদস্যরা। বাসে উঠে প্রথমে যেকোনো এক যাত্রীকে লক্ষ্যে পরিণত (টার্গেট) করেন। এরপর দলের এক সদস্য সেই ব্যক্তির গায়ে বমি করেন। এ সুযোগে বাকি সদস্যরা টাকা, মুঠোফোনসহ মালামাল হাতিয়ে নেন।

বুধবার (২২ মে) রাতে “বমি পার্টির” দুই সদস্যকে ঢাকা ও নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুইজন হলেন- আনোয়ার হোসেন ও সাহাব উদ্দিন।

নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান জানান, গত ৬ মে বাসের যাত্রী সাইফুল ইসলামের গায়ে কৌশলে বমি করেন বমি পার্টির এক সদস্য। এ সময় অন্য সদস্যরা তার ব্যাগে থাকা ৯ লাখ টাকা নিয়ে নেন। এরপর সাইফুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ চক্রটির সন্ধান পায়। চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, “মুখের মধ্যে শরবত বা জুস রেখে লক্ষ্য করা ব্যক্তির পাশ দিয়ে বাসের জানালা দিয়ে বমির ভান করেন। আর এ সুযোগে বাকি সদস্যরা লক্ষ্য করা ব্যক্তির ব্যাগ কিংবা মুঠোফোন নিয়ে নেন।”

   

About

Popular Links

x