এমআরটি লাইন-৬ এর সিগন্যালিং সিস্টেম ফেল করায় বন্ধ হয়ে গেছে মেট্রোরেল চলাচল। এতে সচিবালয় স্টেশনে আটকা পড়েছে একটি ট্রেন। এছাড়াও আরও বেশ কয়েকটি ট্রেন কাছাকাছি স্টেশনে আটকে আছে।
শনিবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গেলে হাজারো যাত্রীকে বিভিন্ন স্টেশনে অপেক্ষা করতে দেখা যায়।
এ সময় মেট্রোরেল কর্তৃপক্ষ যাত্রীদের তাড়া থাকলে বিকল্প পথে যাওয়ার অনুরোধ করে। যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার ঘোষণাও দেওয়া হয়।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্টেশনে মাইকে ঘোষণা দেওয়া হয়, যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল আর চলবে না।