Tuesday, June 18, 2024

সেকশন

English
Dhaka Tribune

ধানমন্ডিতে সড়ক অবরোধ করে হকারদের বিক্ষোভ

হকারদের দাবি, ধানমন্ডি এলাকায় বাধাহীনভাবে বসতে দিতে হবে তাদের

আপডেট : ২৬ মে ২০২৪, ০১:৫৩ পিএম

ঢাকার ধানমন্ডি এলাকায় বসতে না দেওয়ায় মেট্রো শপিংমলের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন হকাররা। এতে ধানমণ্ডি-মিরপুর সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। ভোগান্তিতে পড়েন অফিসগামী ও জরুরি কাজে বের হওয়া শতশত মানুষ।

রবিবার (২৬ মে) সকাল ১১টার দিকে ধানমন্ডি-মিরপুর সড়কের একাংশে অবস্থান নেয় তারা। নিউ মার্কেট থেকে আসাদগেট সড়ক বন্ধ হয়ে যাওয়ায় অনেকে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, “ধানমণ্ডির বিভিন্ন জায়গায় তারা বসতো। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান নির্দেশে ধানমন্ডি এলাকা থেকে হকারদের উচ্ছেদ করা হয়। প্রতিবাদে সকাল ১১টা থেকে তারা সড়ক অবরোধ করে। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়।”

তিনি আরও বলেন, “হকাররা বর্তমানে সড়করে পশ্চিমপাশে অবস্থান করছে। সংসদ সদস্য ফেরদৌস আহমেদ আসার আগ পর্যন্ত তারা সড়কে অবস্থান করবেন বলে দাবি জানিয়েছেন।”

ফেরদৌস আহমেদ আসছেন বলেও জানিয়েছেন পারভেজ ইসলাম।

হকারদের দাবি, ধানমন্ডি এলাকায় বাধাহীনভাবে তাদের বসতে দিতে হবে। কিন্তু সম্প্রতি নগরীর মানুষের নিরাপত্তা ও যানজট নিরসনে হকারদের যত্রতত্র বসতে দিচ্ছে না পুলিশ।

About

Popular Links