Monday, July 14, 2025

সেকশন

English
Dhaka Tribune

রাজশাহীতে ড্রেনে পড়ে ছিল মানুষের কাটা পা

পুলিশের ধারণা, কোনো মানুষের শরীর থেকে দুই-তিন দিনের মধ্যে পা-টি কাটা হয়েছে

আপডেট : ২৬ মে ২০২৪, ০৩:২৪ পিএম

রাজশাহী শহরে ড্রেন থেকে মানবদেহের একটি কাটা পা উদ্ধার করা হয়েছে। 

রবিবার (২৬ মে) সকাল ১০টার দিকে নগরীর ডিঙ্গাডোবা নিমতলা মোড় থেকে উরু থেকে পাতা পর্যন্ত পা-টি উদ্ধার করে পুলিশ।

নগরীর ডিঙ্গাডোবা নিমতলা মোড় এলাকায় একটি ড্রেনে পলিথিনে মোড়ানো পা দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ ড্রেন থেকে কাটা পা-টি উদ্ধার করে। কাটা জায়গায় পলিথিন দিয়ে মোড়ানো ছিল।

বিষয়টি নিশ্চিত করে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক বলেন, “স্থানীয়রা একটি কাটা পা দেখে আমাদের খবর দেয়। ফোর্স পাঠিয়ে পা উদ্ধার করা হয়েছে। পা-টি দেখে তাজা। মনে হচ্ছে দুই-তিন দিনের মধ্যে কাটা হয়েছে।”

ওসি রফিকুল হক আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পা-টি কোনো ক্লিনিকে অপারেশন করা। তারা কেটে ডিঙ্গাডোবা এলাকায় নিয়ে ফেলে দিয়েছে। অনুসন্ধানের পর জানা যাবে এটা কার পা, কোথা থেকে এসেছে। পা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে নেওয়া হয়েছে। কাটা অঙ্গটির ময়নাতদন্ত করা হবে।”

   
Banner

About

Popular Links

x