Monday, June 17, 2024

সেকশন

English
Dhaka Tribune

হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ভাগনি ফিরোজ হায়দার মারা গেছেন

শনিবার ৮৬ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

আপডেট : ২৬ মে ২০২৪, ১০:১৯ পিএম

গণতন্ত্রের মানসপুত্র, বিশিষ্ট রাজনীতিক হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কনিষ্ঠ ভাগনি বেগম ফিরোজ হায়দার মারা গেছেন।

রবিবার (২৬ মে) বাদ জোহর ঢাকার গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

শনিবার ৮৬ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বেগম ফিরোজ হায়দারের মৃত্যুতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদসহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা শোক জানিয়েছেন। তার জানাজা ও দাফনে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বেগম ফিরোজ হায়দার বার্ধক্যজনিত কারণে গত ২৫ মে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

তার স্বামী প্রয়াত বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সৈয়দ হায়দার আলী। ফিরোজ-হায়দার দম্পতি দুই পুত্র, এক কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বেগম ফিরোজ হায়দার বিশিষ্ট ক্রীড়া সংগঠক বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজার শাশুড়ি। তার মৃত্যুতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থাসহ অনেক ক্রীড়া সংগঠন শোক প্রকাশ করেছে।

About

Popular Links