Saturday, June 14, 2025

সেকশন

English
Dhaka Tribune

বৃষ্টির সকালে মেট্রোরেল চলাচল বিঘ্নিত, অফিসগামীদের ভোগান্তি

প্রায় ২ ঘণ্টা পর স্বাভাবিক হয় মেট্রোরেল চলাচল

আপডেট : ২৭ মে ২০২৪, ০৭:২০ পিএম

ঘুর্ণিঝড় রিমালের প্রভাবে সারাদেশের মতো রাজধানী ঢাকাতেও শুরু হয়েছে বৃষ্টিপাত। বৃষ্টিতে সকাল থেকেই বেড়েছে অফিসগামী ও স্কুলগামীদের ভোগান্তি। আর এই ভোগান্তি আরও বেড়ে যায় নগরবাসীর যোগাযোগের অন্যতম ভরসা মেট্রোরেল চলাচল বিঘ্নিত হওয়ায়।

সোমবার (২৭ মে) সকাল ৭টার কিছুটা পর থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় স্টেশনগুলো থেকে কিছুক্ষণ পর পর মাইকিং করে জানানো হয় সাময়িক বিলম্ব হবে। এ সময় স্টেশনগুলোতে অফিসগামী মানুষের ভিড় জমে যায়।

তবে প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর  সকাল ৮টা ৫৪ মিনিটের দিকে স্বাভাবিক হয়েছে মেট্রোরেল চলাচল। 

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ আবদুর রউফ।

তিনি বলেন, “মেট্রোরেল চলাচলের জন্য যে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই রয়েছে টেকনিক্যাল কারণে সেটি ফল করেছিল। শেওড়াপাড়া থেকে বিজয় সরণি অংশে এই সমস্যা দেখা দেয়। যার ফলে এই সময়টাকে মেট্রোরেল চলাচল বন্ধ রাখতে হয়।”

   

About

Popular Links

x