Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

উপকূল পার হয়েছে ঘূর্ণিঝড় রিমাল

ঘূর্ণিঝড়টির পুরো প্রভাব শেষ হতে আরও পাঁচ থেকে ছয় ঘণ্টা লাগতে পারে

আপডেট : ২৭ মে ২০২৪, ০৯:৪৮ এএম

বাংলাদেশের উপকূল অতিক্রম শেষ করেছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে এটি দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেবে। এরপর এটি নিম্নচাপে পরিণত হবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টির পুরো প্রভাব শেষ হতে আরও পাঁচ থেকে ছয় ঘণ্টা লাগতে পারে।

রবিবার (২৬ মে) রাত ৮টার দিকে বাংলাদেশের উপকূলে আঘাত হানে রিমান।

সোমবার সকাল ৮টার দিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, ঘূর্ণিঝড় রিমালের কেন্দ্র বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে। এটি এখন খুলনা ও কয়রার দিকে আছে।

তিনি বলেন, “দুই ঘণ্টার মধ্যেই এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর নিম্নচাপে পরিণত হবে। ঘূর্ণিঝড়ের প্রভাব পুরোপুরি শেষ হতে চার থেকে পাঁচ ঘণ্টা লাগতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ সারা দেশেই বৃষ্টি হবে।”

এদিকে বৈরী আবহাওয়ার কারণে বিদ্যুৎহীন হয়ে পড়েছে বাগেরহাট, ভোলা, পটুয়াখালীসহ উপকূলীয় বিভিন্ন এলাকা। ফলে মুঠোফোনের চার্জ হারিয়ে যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছেন অনেকেই।

   

About

Popular Links

x