Tuesday, June 18, 2024

সেকশন

English
Dhaka Tribune

বিদ্যুৎহীন উপকূলের প্রায় দেড় কোটি গ্রাহক

উপকূলীয় অনেক বিদ্যুৎ উপকেন্দ্র পানিতে তলিয়ে যেতে পারে। সেগুলোর দীর্ঘমেয়াদে ক্ষতি হতে পারে

আপডেট : ২৭ মে ২০২৪, ১২:১৩ পিএম

ঘূর্ণিঝড় রিমালের কারণে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে দেশের উপকূলীয় জেলাগুলোর প্রায় দেড় কোটি গ্রাহকের সংযোগ বন্ধ রেখেছে পল্লী বিদ্যুৎ সমিতি। অনেক এলাকা ১২ ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

সোমবার (২৭ মে) সকালে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চিফ ইঞ্জিনিয়ার (প্ল্যানিং অ্যান্ড অপারেশন) বিশ্বনাথ শিকদার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী ও বরিশাল জেলার পল্লী বিদ্যুৎ সমিতির অধিকাংশ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বর্তমানে বন্ধ রয়েছে। আরও কয়েকটি জেলায় আংশিকভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। সব মিলিয়ে দেড় কোটি গ্রাহক এখন বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন।”

অনেক উপজেলা জোয়ারের পানিতে তলিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, “এই পরিস্থিতিতে বিদ্যুতের লাইন চালু করলে জান-মালের ক্ষতি হতে পারে। অনেক বিদ্যুৎ উপকেন্দ্র পানিতে তলিয়ে যেতে পারে। সেগুলোর দীর্ঘমেয়াদে ক্ষতি হতে পারে। ঠিক করতে অন্তত সাতদিন সময় প্রয়োজন।”

About

Popular Links