গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্থানীয় ছাত্রলীগ কর্মী প্রিন্স মাহমুদ নাহিদ (২৭) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর ভরান মুন্সিপাড়া রোড এলাকায় এ ঘটনা ঘটে।
নাহিদ টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া এলাকার জহিরুল ইসলামের ছেলে। সে স্থানীয় ওয়ার্ড ছাত্রলীগের সদস্য ছিল।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নাহিদকে অন্য গ্রুপের সদস্যরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তবে নিহত নাহিদের বড় ভাই জুয়েল মাহমুদ পারভেজ জানান, টঙ্গীর ভরার এলাকার স্থানীয় মসজিদে এশার নামাজ শেষে শ্বশুর বাড়ির উদ্দেশে রওনা দেন নাহিদ। এসময় স্থানীয় আকাশ, চঞ্চল, রাফি ও শাহজালালসহ ১০ থেকে ১২ জন নাহিদকে ঘিরে ধরে। এক পর্যায়ে তারা নাহিদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
নাহিদের ভাই আরও দাবি করেন, ক্রিকেট খেলা নিয়ে নয়, পূর্ব পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যা করা হয়েছে।