Monday, June 17, 2024

সেকশন

English
Dhaka Tribune

ঘূর্ণিঝড় রিমাল: দেয়াল ধসে বরিশাল-চট্টগ্রামে তিনজনের মৃত্যু

বরিশালে ঘুমের মধ্যে দেয়াল ধসে হোটেলের মালিক ও কর্মীর মৃত্যু হয়েছে

আপডেট : ২৭ মে ২০২৪, ০২:০০ পিএম

প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট ঝড়-বৃষ্টির মধ্যে বরিশাল ও চট্টগ্রামে পৃথক দেয়াল ধসের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন।

সোমবার (২৭ মে) সকালে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় ও বরিশালের রুপাতলী এলাকায় এসব ঘটনা ঘটে।

জানা গেছে, টিনশেডের তৈরি হোটেলের ভেতরে ঘুমিয়ে ছিলেন মালিক লোকমান ও কর্মী মোকসেদুর রহমান। এ সময় বাইরে রিমালের প্রভাবে সৃষ্ট ঝড়-বৃষ্টির তাণ্ডব চলছিল। এক পর্যায়ে পাশের তিনতলা ভবনের ছাদের দেয়ালের কিছু অংশ ধসে হোটেলের টিনের চালে উপর পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক জানান, রুপাতলী এলাকায় লিলি পেট্রোল পাম্পের পাশে সোমবার ভোরে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এতে আরও একজন আহত হয়েছেন।

অন্যদিকে, চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামীর চন্দ্রনগর তালতলার জেডএ আবাসিক এলাকায় দেয়াল ধসে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত পথচারীর নাম সাইফুল ইসলাম হৃদয় (২৬); তিনি থাকতেন খুলশী থানার চৌধুরী নগর শতাব্দী হাউজিং এলাকায়, কাজ করতেন একটি কার্টন ফ্যাক্টরিতে। হৃদয়ের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে।

এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, “সকালে কাজে যাওয়ার সময় বায়েজিদ তারা গেইট এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পড়ে ছেলেটি শরীরের ওপরে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।”

About

Popular Links