Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

প্রবল বৃষ্টির মধ্যে ঢাকায় বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের মৃত্যু

খিলগাঁও এবং যাত্রাবাড়িতে বিদ্যুৎস্পৃষ্টের আলাদা তিনটি ঘটনায় তারা প্রাণ হারান

আপডেট : ২৮ মে ২০২৪, ০২:৩৪ পিএম

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে প্রবল বৃষ্টির মধ্যে ঢাকায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন মরিয়ম বেগম (৪৫), লিজা আক্তার (১৫) এবং মো. রাকিব (২৫)।

সোমবার (২৭ মে) রাতে ঢাকার খিলগাঁও এবং যাত্রাবাড়িতে বিদ্যুৎস্পৃষ্টের আলাদা তিনটি ঘটনায় তারা প্রাণ হারান।

যাত্রাবাড়ীতে মারা যাওয়া লিজা আক্তার নোয়াখালী জেলার চরজব্বার উপজেলার মো. সিরাজ খানের মেয়ে। যাত্রাবাড়ীর এক বাসায় তার পরিবার ভাড়া থাকে।

তার বোন মরিয়ম জানান, বাসার পাশে টিনের বেড়া স্পর্শ করলে লিজা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেলে নিলে জরুরি বিভাগের চিকিৎসক জানান, লিজা আগেই মারা গেছে।

রাত ১১টার দিকে খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকার আইসক্রিম গলিতে জমে থাকা বৃষ্টির পানির মধ্য দিয়ে যাওয়ার সময়ে বৈদুতিক খুঁটিতে স্পর্শ লেগে অচেতন হয়ে পড়েন মরিয়ম বেগম।

নাহিদ নামের স্থানীয় এক তরুণ বলেন, “বৈদ্যুতিক খুঁটিতে স্পর্শ লেগে অচেতন হয়ে পড়েন মরিয়ম বেগম। আমিসহ অন্যান্য লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি সিপাহীবাগ এলাকায় থাকতেন।”

অপরদিকে খিলগাঁও তালতলা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা গ্যারেজে রেখে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন মো. রাকিব। রাত সাড়ে ১১টায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই গ্যারেজেরই আরেক রিকশা চালক নাজমুল হাসপাতালে সাংবাদিকদের জানান, রাকিবের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার উত্তর চরাইল গ্রামে। তার বাবার নাম মো. দুলাল মিয়া।

   

About

Popular Links

x