ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে প্রবল বৃষ্টিপাতে খুলনা নগরীর রাস্তাঘাট ডুবে গেছে। পানি ঢুকেছে বিভিন্ন এলাকার ঘরবাড়িতে। উপড়ে গেছে অসংখ্য গাছপালা। সড়কের দুই পাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও বিলবোর্ড ভেঙে পড়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
রবিবার (২৬ মে) রাত থেকে শুরু হওয়া ভারি বৃষ্টিপাত সোমবার রাত ১২টা পর্যন্ত অব্যাহত থাকে। এতে পানিবন্দি হয়ে পড়েন নগরবাসী।
খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আজাদ ঢাকা ট্রিবিউনকে বলেন, “সোমবার রাত ৯টা পর্যন্ত ১৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখনও বৃষ্টিপাত অব্যাহত আছে।”
জানা গেছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে রবিবার রাত থেকে শুরু হওয়া ভারি বৃষ্টিতে নগরীর লবণচরা, টুটপাড়া, মহিরবাড়ি খাল পাড়, শিপইয়ার্ড সড়ক, রূপসা, চানমারী বাজার, গোবেচাকা প্রধান সড়ক, মজিদ সরণি, সোনাডাঙ্গা আবাসিক এলাকা, বাসস্ট্যান্ডের আশপাশ, বয়রা, বৈকালি, খালিশপুর, দৌলতপুরসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। এসব এলাকার বাসিন্দারা পানিবন্দি অবস্থায় আছেন।
সোমবার রাত ১১টার দিকে দেখা গেছে, নগরীর প্রায় সব সড়কে পানি জমে আছে। বিভিন্ন সড়কের ওপরে ও পাশে ঝোলানো সাইনবোর্ড-বিলবোর্ড ভেঙে পড়েছে। অনেক সাইনবোর্ড রাস্তার ওপরে পড়ে আছে। সড়কের পাশে প্রচুর গাছপালা ভেঙে পড়েছে। কয়েকটি কাঁচা ঘরবাড়ি হেলে পড়েছে।