Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

ক্যাটল স্পেশাল ট্রেন চলবে তিন দিন

১২ জুন থেকে বিশেষ ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে

আপডেট : ২৮ মে ২০২৪, ০৩:০৬ পিএম

কোরবানির পশু পরিবহনে আগামী ১২ জুন থেকে টানা তিন দিন বিশেষ “ক্যাটল স্পেশাল ট্রেন” পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। 

মঙ্গলবার (২৮ মে) দুপুরে রেল ভবনে ঈদযাত্রার প্রস্তুতি নিয়ে ‍আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

ঘোষণায় বলা হয়, পশ্চিমাঞ্চলে কোরবানির পশু পরিবহনের লক্ষ্যে ১২ থেকে ১৪ জুন পর্যন্ত ক্যাটল স্পেশাল ট্রেন ১ ও ২ পরিচালনা করা হবে। পূর্বাঞ্চলে ১২ জুন ক্যাটল স্পেশাল ট্রেন ১ ও ২ এবং ১৩ জুন ক্যাটল স্পেশাল ট্রেন ১ পরিচালনা করা হবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত আলী বলেন, “এবার নিরাপদ ও সুষ্ঠুভাবে ট্রেন পরিচালনা নিশ্চিত করে যাত্রীসেবা দিতে সময়ানুবর্তিতা রক্ষার জন্য ডিভিশনাল ও জোনাল কন্ট্রোলে পৃথক মনিটরিং সেল গঠন করে কর্মকর্তাদের ইমার্জেন্সি ডিউটি দেওয়া হবে।”

ফাইল ছবি/ঢাকা ট্রিবিউন

২০২০ সালের জুলাইয়ের প্রথম দিকে কোরবানি উপলক্ষে দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল থেকে ঢাকা ও চট্টগ্রামে ট্রেনে করে কোরবানির পশু পরিবহনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু ব্যবসায়ীদের কাছ থেকে তেমন সাড়া পায়নি রেলওয়ে।

এর আগে ২০০৮ সালে জামালপুরের দেওয়ানগঞ্জ ঘাট থেকে সাতটি কোরবানির পশুবাহী ট্রেন পরিচালনা করে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

   

About

Popular Links

x