Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

সাভারে ডেইলি স্টার সাংবাদিকের ওপর হামলা, গ্রেপ্তার ২

মারধরের ঘটনায় সাভার মডেল থানায় অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে মামলা করেন সাংবাদিক আকলাকুর রহমান

আপডেট : ২৮ মে ২০২৪, ০৩:১৫ পিএম

ঢাকার সাভারে দ্য ডেইলি স্টার সাংবাদিক আকলাকুর রহমান আকাশকে (৩৫) মারধরের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ভুক্তভোগীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন। 

মঙ্গলবার (২৮ মে) ভোররাতে উপজেলার ব্যাংক কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার খালিশপুর এলাকার মো. মনির হোসেন (৩৪) এবং লক্ষ্মীপুরের চন্দগঞ্জ এলাকার বাবুল (৩৪)। তারা সাভারের ব্যাংক কলোনি এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

২৬ মে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভাগলপুর এলাকায় বেঙ্গল ফাইন সিরামিকস লিমিটেডের কারখানায় হামলার শিকার হন সাংবাদিক আকাশ। এ ঘটনায় ২৭ মে সাভার মডেল থানায় অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে মামলা করেন তিনি।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, “মামলার পরিপ্রেক্ষিতে ব্যাংক কলোনি এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের তিন দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। গতকাল (সোমবার) দুপুরে কারখানার একটি স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় সাংবাদিকের মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে।”

   

About

Popular Links

x