Saturday, June 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

বেইলি ব্রিজের নি‌চে মা‌টিধ‌স, রুমা-থানচির যান চলাচল বন্ধ

ব্রিজের গাইডওয়াল ভেঙে এক পাশ দেবে গেছে। দুর্ঘটনা এড়াতে রুমা-থানচি সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে

আপডেট : ২৮ মে ২০২৪, ০৫:০৯ পিএম

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বান্দরবানে ভারী বৃষ্টিপাতে লাইমী পাড়ার কা‌ছে বেইলি ব্রিজের নি‌চ থেকে মা‌টি স‌রে গেছে। এতে রুমা-থানচি সড়‌কে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

সেই সঙ্গে ১৭ ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।

জানা গেছে, বান্দরবান-রুমা-থানচি সড়কের মিলনছড়ি পুলিশ ক্যাম্প সংলগ্ন লাইমী পাড়া এলাকার বেইলি ব্রিজের নিচের মাটি সরে গিয়ে ব্রিজের গাইডওয়াল ভেঙে গেছে।

থানচি বাস মালিক সমিতির লাইনম্যান সাহাব উদ্দীন জানান, ব্রিজের গাইডওয়াল ভেঙে গিয়ে এক পাশ দেবে গেছে। দুর্ঘটনা এড়াতে রুমা-থানচি সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।

মিলনছড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ রবিন্দু চাকমা জানান, ভারী বৃষ্টির ফলে মিলনছড়ি ক্যাম্প ও লাইমী পাড়ার মাঝামাঝি  বেইলি ব্রিজের দক্ষিণ পাশের একাংশ দেবে যাওয়ার কারণে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।

এদিকে, স্থানীয়রা জানান, গত রবিবার (২৬ মে) মে থেকে থেমে থেমে ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া হচ্ছে। এতে বেশ কিছু এলাকায় বিদ্যুতের লাইনে গাছ ভেঙে পড়েছে। যে কারণে ১৭ ঘণ্টারও বেশি সময় ধরে জেলা সদর, থানচি ও রুমা উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া দীর্ঘক্ষণ মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এসব এলাকার বাসিন্দারা।

About

Popular Links