তৃতীয় ধাপে বগুড়া সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন।
প্রার্থীদের বরাদ্দ প্রতীক ও ব্যালট পেপারে ছাপানো প্রতীকের মধ্যে গরমিল থাকায় এ সিদ্ধান্ত নেয় ইসি।
ইসির যুগ্ম সচিব ফরহাদ আহমেদ খান জানান, চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান দুটি পদে ভোটগ্রহণ চলছে। ভুল নির্বাচনী প্রতীকের কারণে সাধারণ ভাইস চেয়ারম্যান পদের ভোট স্থগিত করা হয়েছে।
ভোটের পর রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইসি।
তৃতীয় ধাপের নির্বাচনে বগুড়ার রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আবু ছাইদ বলেন, ‘‘ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীর সংখ্যা অধিক হওয়ায় নির্বাচন কমিশন থেকে অতিরিক্ত তিনটা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছিল। সেখানে শুধু আইসক্রিম প্রতীকের নাম ছিল, কিন্তু নমুনা ছবি ছিল না। এ কারণে সচরাচর যে আইসক্রিম হয়, সেই ছবি দিয়ে তাকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ব্যালটে ছাপা হয়েছে কুলফি আইসক্রিমের ছবি। যেহেতু একজন প্রার্থী আপত্তি জানিয়েছেন, এ কারণে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।’’