Thursday, July 10, 2025

সেকশন

English
Dhaka Tribune

চকরিয়ায় বন্যহাতির আক্রমণে দিনমজুরের মৃত্যু

রাতে পাহাড় থেকে নেমে আসা ৫-৬টি বুনো হাতি তার ঘরে আক্রমণ চালায়

আপডেট : ২৯ মে ২০২৪, ০৩:৩৯ পিএম

কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে এক দিনমজুর প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন দুইজন।

বুধবার (২৯ মে) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের ফুলেরছড়া গর্জনিয়া পাহাড়ে এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন।

নিহত নুরু ছালাম (৫০) স্থানীয় বাসিন্দা। আহত দুইজনের নাম জানাতে পারেননি চেয়ারম্যান।

স্থানীয়দের বরাতে সাহাব উদ্দিন বলেন, রাতে খাবার খেয়ে নুরু ছালাম বাড়িতে ঘুমিয়ে ছিলেন। একপর্যায়ে গহীন পাহাড় থেকে নেমে আসা ৫-৬টি বন্যহাতির দল তার ঘরে আক্রমণ চালায়। এতে ঝুপড়ি আদলের বসতঘরটি তছনছ যায়।

“হাতির পালের আক্রমণে নুরু ছালাম ঘটনাস্থলেই মারা যান এবং দুইজন আহত হন। আহতদের উদ্ধার স্থানীয়রা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে,” বলেন চেয়ারম্যান।

নিহতের মরদেহ তার বাড়িতেই রয়েছে বলে জানান তিনি।

   
Banner

About

Popular Links

x