Wednesday, June 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

প্রধানমন্ত্রীর এপিএস হাফিজ, ডিপিএস তুষারের নিয়োগ বাতিল

এ বছরের ২৮ জানুয়ারি তাদের নিয়োগ দিয়েছিল সরকার

আপডেট : ২৯ মে ২০২৪, ০৬:০৪ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস-২) গাজী হাফিজুর রহমান এবং উপ-প্রেস সচিব (ডিপিএস) হাসান জাহিদ তুষারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।

বুধবার (২৯ মে) এক প্রজ্ঞাপনে তাদের নিয়োগ বাতিলের কথা জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।

দুজনেরই চুক্তি বাতিলের প্রথম দুটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী তাদের চুক্তিভিত্তিক নিয়োগ ১ জুন থেকে বাতিল করা হলো।

এ বছরের ২৮ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস)-২ পদে নিয়োগ পান গাজী হাফিজুর রহমান। একই দিনে উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয় হাসান জাহিদ তুষারকে।

প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) তাদের ওই চুক্তিভিত্তিক নিয়োগ বহাল থাকবে বলে নিয়োগের প্রজ্ঞাপনে জানানো হয়েছিল।

   
Banner

About

Popular Links

x