Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

বঙ্গবন্ধু সেনানিবাসে শুরু বাংলাদেশ-ভারত যৌথ সামরিক মহড়া

২০১০ সাল থেকে এক বছর পর পর এই অনুশীলন পর্যায়ক্রমে বাংলাদেশ ও ভারতে অনুষ্ঠিত হয়ে আসছে

আপডেট : ০২ মার্চ ২০১৯, ০৭:২৮ পিএম

বঙ্গবন্ধু সেনানিবাস, ঘাটাইলে শুরু হয়েছে বাংলাদেশ-ভারত যৌথ সামরিক মহড়া ‘সম্প্রীতি-৮’। আজ (২ মার্চ) এ মহড়া শুরু হয়।

আগামীকাল রবিবার এ মহড়ার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামিম। আগামী ১৫ মার্চ পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ-ভারত যৌথ মহড়ার এবারের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘সন্ত্রাস দমন ও দুর্যোগ ব্যবস্থাপনা’। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা উন্নয়নের অংশ হিসেবে যৌথ অনুশীলন 'সম্প্রীতি-৮' অনুষ্ঠিত হচ্ছে।

প্রসঙ্গত, ২০১০ সাল থেকে এক বছর পর পর এই অনুশীলন পর্যায়ক্রমে বাংলাদেশ ও ভারতে অনুষ্ঠিত হয়ে আসছে। এ বছর অনুশীলনের আভিযানিক ও প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

   

About

Popular Links

x