Tuesday, June 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

৫ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে

আপডেট : ৩০ মে ২০২৪, ০১:২৬ পিএম

দেশের পাঁচটি বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৩০ মে) নিয়মিত বুলেটিনে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া বার্তায় একথা জানানো হয়।

এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে, দেশের উত্তারাঞ্চলের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যান্য জায়গায় তা সামান্য বাড়তে পারে।

গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে; ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ২১.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় নেত্রকোণায়। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৩৫ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় নেত্রকোণায়।

About

Popular Links