ঢাকার মোহাম্মদপুরের শেখের টেক এলাকায় একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩১ মে) রাত ১০টা ২০ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস জানায়, শেখের টেকের ১০ নম্বর রোডে ছয়তলা ওই ভবনের দোতালায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, যে ফ্লোরে আগুন লেগেছে, তার দুটি ইউনিটের একটিতে গার্মেন্টস কারখানা রয়েছে, অন্যটি আবাসিক।
তবে আগুন লাগার কারণ বা হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।