Saturday, June 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কয়েকদিন আগেও একই স্থানে আগুন লেগেছিল

আপডেট : ০১ জুন ২০২৪, ০২:৩১ পিএম

কক্সবাজারের উখিয়া তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে উখিয়া ফায়ার সার্ভিস।

শনিবার (১ জুন) দুপুরে উপজেলার ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে এ অগ্নিকাণ্ড ঘটে।

এসব তথ্য নিশ্চিত করেছেন উখিয়ার ক্যাম্পে দায়িত্বে নিয়োজিত ৮-এপিবিএনের অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ আমির জাফর। তিনি বলেন, “ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে। কিন্তু বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ছে।”

উখিয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক কামাল হোসেন বলেন, “উখিয়া ১৩ নম্বর ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কয়েকদিন আগেও একই স্থানে আগুন লেগেছিল।”

About

Popular Links