পারিবারিক কলহের জেরে সুনামগঞ্জে তিন ভাবিকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে। ভুক্তভোগী তিনজনের মধ্যে একজন মারা গেছেন। অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
শনিবার (১ জুন) সকাল ১০টার দিকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের আমড়িয়া গ্রামের জামাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত আইনুল হক (১৮) পলাতক।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত আইনুল হককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয়রা বলছেন, আমড়িয়া গ্রামের জামাল মিয়ার চার ছেলে। এর মধ্যে তিনজন বিবাহিত। সবাই একই পরিবারে বসবাস করেন। তাদের মধ্যে পারিবারিক নানা বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর জেরে শনিবার সকাল ১০টার দিকে বাড়ির ছোট ছেলে আইনুল তার তিন ভাবি স্বপ্না বেগম (৩৫), মর্জিনা বেগম (৩০) ও ইয়াসমিনকে (২৬) ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। আহত নারীরা চিৎকার শুরু করলে আইনুল হক পালিয়ে যান।
চিৎিকার শুনে প্রতিবেশীরা আহত তিন নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বপ্না বেগমকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।