Saturday, June 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

মিয়ানমারে ভূমিকম্প, কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ভূমিকম্পের উৎপত্তি মিয়ানমারের মাওলাইক এলাকায়

আপডেট : ০২ জুন ২০২৪, ০৬:০৬ পিএম

রাজধানীর ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের উৎপত্তি মিয়ানমারের মাওলাইক এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশ সময় রবিবার (২ জুন) দুপুর ২টা ৪৪ মিনিট ৪৯ সেকেন্ডে ভূমিকম্পটি হয়। এর কেন্দ্র ঢাকা থেকে ৪৪১ দক্ষিণ–পূর্বে মিয়ানমারের মাউলাইক এলাকায়।

ঢাকা ছাড়াও রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কুমিল্লা ও কক্সবাজারে ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পটিও ভূপৃষ্ঠের ১১০ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছে বলে জানিয়েছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। তাদের তথ্য মতে, মিয়ানমারের স্থানীয় সময় বেলা ২টা ১৪ মিনিট ৫৭ সেকেন্ডে ভূমিকম্পটি হয়।

এর আগে, গত ২৯ মে মিয়ানমারের একই এলাকায় ৫.৬ মাত্রার ভূমিকম্প হয়। ওই ভূমিকম্পও ঢাকা, চট্টগ্রামসহ দেশের বড় অঞ্চলজুড়ে অনুভূত হয়।

About

Popular Links