Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

বিচ্ছিন্ন মাথা নিয়ে কুকুরের টানাটানি, লাশের দেহাবশেষ-পরিচয় কিছুই মেলেনি

৯ দিন আগে ওই এলাকা থেকে একটি শিশু নিখোঁজ হয়

আপডেট : ০৩ জুন ২০২৪, ০৩:৫৮ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুরে মানুষের ধরবিহীন একটি মাথা পাওয়া গেছে। শরীরের বাকি অংশের সন্ধান এখনও মেলেনি। 

সোমবার (৩ জুন) সকালে উপজেলার চিতুলিয়া পাড়া এলাকায় ডোবার পাশে প্লাস্টিকের ব্যাগ টানাটানি করছিল কয়েকটি কুকুর। আশেপাশে ছড়িয়ে-ছিটিয়ে ছিল মাংসের টুকরো। দুর্গন্ধ ছড়াতে শুরু করলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, “চিতুলিয়া পাড়া থেকে মাথার খুলি ও হাড় উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে সিআইডি ও পিবিআইয়ের টিম কাজ করছে। ডিএনএ পরীক্ষার পর পরিচয় শনাক্ত করা যাবে।”

এদিকে, মরদেহের বাকি অংশের খোঁজ না মিললেও ঘটনাস্থলে মিলেছে একটি শিশুর পোশাকও। গত ২৬ মে নিখোঁজ হয় চিতুলিয়া পাড়া এলাকার মাদ্রাসাছাত্রী নওসিন ইসলাম শর্মিলা। প্রশ্ন উঠেছে, বিচ্ছিন্ন মাথাটি ওই শিশুর কি-না।

নিখোঁজ শর্মিলার চাচা কাইয়ুম মিয়া বলেন, “এটি (বিচ্ছিন্ন মাথা) শর্মিলার কি-না, তা আমরা এখনও শনাক্ত করতে পারিনি। বেশিরভাগটাই পচে গেছে। কুকুর টানাটানি করে পুরোটা ছিন্নভিন্ন করে ফেলেছে। তবে পরনের লাল পাজামার অংশ দেখে ধারণা করা হচ্ছে শর্মিলারই দেহাংশ।”

   

About

Popular Links

x