Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা মেডিকেল থেকে নবজাতক চুরির অভিযোগ

গত বছরের আগস্টেও হাসপাতালটির গাইনি বিভাগ থেকে এক নবজাতক চুরি হয়

আপডেট : ০৪ জুন ২০২৪, ০৯:৪৮ পিএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের গাইনি বিভাগ থেকে এক নবজাতক চুরির অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৪ জুন) দুপুর পৌনে একটার দিকে এ চুরির ঘটনা ঘটে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

চুরি হওয়া শিশুটি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশগ্রামের ট্রাক হেলপার শরিফুল ইসলাম ও সুখী বেগম দম্পতির। বর্তমানে তারা ঢাকার ধামরাইয়ের কালামপুর এলাকায় থাকেন।

পুলিশ ও স্বজনরা জানান, সুখি বেগম সোমবার প্রসব ব্যাথা নিয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হন। মঙ্গলবার সকাল ৭টার দিকে গাইনি বিভাগে অস্ত্রোপচারের মাধ্যমে সুখী বেগমের যমজ কন্যা শিশু হয়। দুপুরের দিকে একটি শিশু চুরি হয়ে যায় বলে স্বজনদের অভিযোগ।

শিশুটির দাদী হাসিনা বেগম জানান, দুপুরে এক নারী এসে তার ছেলে ও পুত্রবধূর সঙ্গে আলাপ জমায়। একপর্যায়ে তার ছেলের কাছ থেকে নাতনিকে কোলে নেন ওই নারী। বেশ কিছু সময় শিশুটি তার কাছে ছিল। হাসপাতালে অসুস্থ স্ত্রীকে নিয়ে শরিফুলের ছোটাছুটির মধ্যে ওই নারী আনসারের নিরাপত্তা বেষ্টনী পার হয়ে পালিয়ে যান বলে জানান হাসিনা বেগম।

ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) দেখে চোরকে চোরকে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান বাচ্চু মিয়া।

এর আগে গত বছরের আগস্টেও হাসপাতালটির গাইনি বিভাগ থেকে এক নবজাতক চুরি হয়। যদিও পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে নবজাতকটি উদ্ধার করে।

   

About

Popular Links

x