Saturday, June 15, 2024

সেকশন

English
Dhaka Tribune

হেলমেট চুরির জন্যই রাইড শেয়ারিংয়ের কাজ করেন সিফাত!

  • তিনি শুধু দামি হেলমেট চুরি করেন
  • বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে তাকে আটক করেছে পুলিশ

 

আপডেট : ০৬ জুন ২০২৪, ০৩:৫৯ পিএম

মোটরসাইকেলের হেলমেট চুরির অভিযোগে সিফাত উল্লাহ মোস্তফা (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার (৫ মে) রাতে রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে তিনটি হেলমেট উদ্ধার করা হয়েছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, “সিফাত একজন ধূর্ত চোর। তিনি শুধু দামি হেলমেট চুরি করেন। চুরির জন্য তিনি রাইড শেয়ারিংয়ের কাজ করেন। রাইড শেয়ারিংয়ের সুবাদে তিনি সহজেই যেকোনো মোটরসাইকেল পার্কিংয়ে যেতে পারেন। পার্কিংয়ে গিয়ে কৌশলে হেলমেট চুরি করে পালিয়ে আসেন। আর এসব কাজে যাতে তিনি ধরা না পড়েন, সেজন্য তার মোটরসাইকেলের নম্বর প্লেটও পাল্টে ফেলতেন। মোটরসাইকেলে ভুয়া নম্বর প্লেট লাগিয়ে চলাফেরা করতেন তিনি।”

বুধবার একই কৌশলে হেলমেট চুরি করতে গিয়ে ধরা পড়েন তিনি। সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তিনটি হেলমেট উদ্ধার করা হয়। চুরির কাজে ব্যবহৃত তার মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে বলে জানান ওসি।

About

Popular Links