Saturday, June 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

চাঁদ দেখা গেছে, ঈদ-উল-আজহা ১৭ জুন

ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এই সিদ্ধান্ত দেওয়া হয়

আপডেট : ০৭ জুন ২০২৪, ০৯:৪১ পিএম

বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে আগামী ১৭ জুন দেশে ঈদ-উল-আজহা উদযাপিত হবে।

শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এই সিদ্ধান্ত দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। 

বৈঠক শেষে বলা হয়, শুক্রবার বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। শনিবার থেকে জিলহজ মাস গণনা হবে। নিয়ম অনুযায়ী, ১০ জিলহজ ঈদ-উল-আজহা উদযাপিত হয়। সে অনুযায়ী, বাংলাদেশে ১৭ জুন ঈদ-উল-আজহা উদযাপিত হবে।

এদিকে, বৃহস্পতিবার সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ১৬ জুন দেশটিতে ঈদ উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে। তার আগের দিন হবে হজ।

ঈদ-উল-আজহা মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। ১০ জিলহজ আল্লাহর অনুগ্রহ লাভের প্রত্যাশায় পশু কুরবানি করেন মুসলমানরা।

দেশে কুরবানির ঈদ হিসেবে পরিচিত এই উৎসবের মূল আহ্বান ত্যাগের। প্রতিবছর এই মাসে সৌদি আরবের দুই নগরী মক্কা ও মদিনায় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পবিত্র হজ পালন করে থাকেন বিশ্বের লাখ লাখ ইসলাম ধর্মাবলম্বী।

About

Popular Links