কুমিল্লা সদর উপজেলায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম ফেরদৌসি বেগম (৪৫)।
শুক্রবার (৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আলেখারচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বামী মো. দুলাল মিয়া জানান, তারা কুমিল্লা শহরতলির চাঁনপুরে থাকেন। বিকেলে একটি সামাজিক অনুষ্ঠান শেষে চান্দিনা উপজেলার জাফরাবাদ থেকে বাসায় ফিরছিলেন। আলেখারচরের কাছে এসে সামনে গাড়ি দেখে ব্রেক ধরেন। তখন তার স্ত্রী মোটরসাইকেল থেকে পড়ে যান। পেছনে থাকা ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ময়নামতি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, “পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”