Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

নেত্রকোনায় একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

বাড়ির ভেতরে তল্লাশি চালিয়েছে বিদেশি পিস্তল, ১৭ রাউন্ড গুলি ও একটি খেলনা একে-৪৭ রাইফেলসহ অনেক খেলনা অস্ত্র ও জঙ্গি প্রশিক্ষণের উপকরণ উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ

আপডেট : ০৮ জুন ২০২৪, ১১:০৯ পিএম

জঙ্গি আস্তানা সন্দেহে নেত্রকোনা সদর উপজেলায় একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ।

শনিবার (৮ জুন) বিকেলে সদর উপজেলার কৈলাটি ইউনিয়নের ভাসাপাড়া গ্রামের দোতলা ওই বাড়িটি ঘিরে রাখে পুলিশের বিশেষ দল।

নেত্রকোনার পুলিশ সুপার (এসপি) ফয়েজ আহমেদ জানান, বাড়ির ভেতরে তল্লাশি চালিয়েছে পুলিশ। সেখান থেকে একটি বিদেশি পিস্তল, ১৭ রাউন্ড গুলি ও একটি খেলনা একে-৪৭ রাইফেলসহ অনেক খেলনা অস্ত্র ও জঙ্গি প্রশিক্ষণের উপকরণ উদ্ধার করা হয়েছে।

ওই বাড়িতে একটি “সাউন্ডপ্রুফ” কক্ষও খুঁজে পাওয়ার কথা জানিয়েছেন ফয়েজ আহমেদ।

তিনি জানান, বাড়িটিতে আরও তল্লাশির জন্য পুলিশ ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়করণ ও সন্ত্রাসবিরোধী ইউনিটের সহায়তা চেয়েছে।

   

About

Popular Links

x