Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

মৌলভীবাজারে গোয়ালঘরে ১২ ফুট লম্বা অজগর

সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করেছে বন বিভাগ

আপডেট : ০৯ জুন ২০২৪, ০৭:৫৪ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ছাদই মিয়া নামে এক ব্যক্তির গোয়ালঘর থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছেন স্বেচ্ছাসেবীরা। সাপটির ওজন ২০ কেজি এবং লম্বায় প্রায় ১২ ফুট।

রবিবার (৯ জুন) দুপুরে উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রাম থেকে সাপটি উদ্ধার করে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, ছাদই মিয়ার বাড়ির গোয়ালঘরে বিশাল অজগর দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে তারা গিয়ে সাপটি উদ্ধার করে নিয়ে আসেন। অজগরটির ওজন ২০ কেজি।  

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, ‘‘বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন অজগর সাপটিকে উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।’’

   

About

Popular Links

x