Tuesday, June 18, 2024

সেকশন

English
Dhaka Tribune

মসজিদে আজান দেওয়ার সময় বজ্রপাত, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল প্রবাসীর

বজ্রবৃষ্টির কারণে নিয়মিত মুয়াজ্জিন মসজিদে যেতে পারেননি

আপডেট : ১০ জুন ২০২৪, ১১:৫৭ এএম

ফেনীর সোনাগাজীতে মসজিদে আজান দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে সাইদুর রহমান (৫০) নামে এক দুবাই প্রবাসীর মৃত্যু হয়েছে।

রবিবার (৯ জুন) দুপুরে উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের লন্ডনিপাড়া বায়তুল আমান জামে মসজিদে ঘটনাটি ঘটে।

সাইদুর রহমান ওই এলাকার মৃত হোসেন আহমদের ছেলে।

সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতের স্বজন ও স্থানীয়রা জানান, রবিবার দুপুরে প্রচণ্ড বজ্রবৃষ্টি শুরু হয়। প্রতিকূল আবহাওয়ায় জোহরের নামাজের আজান দেওয়ার নিয়মিত মুয়াজ্জিন মসজিদে যেতে পারেননি। ওই সময় সাইদুর রহমান বৃষ্টি উপেক্ষা করে মসজিদে আজান দিতে যান। আজান দেওয়া অবস্থায় বজ্রপাত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন। চেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফেনীতে পাঠানো হয়। বিকেল পাঁচটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় ফেনীর একটি হাসপাতালে মারা যান। রাতে জানাজা শেষে নিহতের মরদেহ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

মৃতের খালাতো ভাই মিজানুর রহমান জানান, সাইদুর দীর্ঘদিন ধরে দুবাই প্রবাসী। কয়েক মাস আগে ছুটিতে দেশে আসেন। আগামী সপ্তাহে তার প্রবাসে ফেরত যাওয়ার কথা ছিল।

About

Popular Links